DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Tuesday, August 16, 2022

পান্ডবেশ্বর বিধানসভার প্রতিটি অঞ্চলে অঞ্চলে খেলা দিবস পালন করা হল




দুর্গাপুর আপডেট, নিউজ ডেক্সঃ পাণ্ডবেশ্বর জুড়ে খেলা হবে দিবস পালন। পান্ডবেশ্বর বিধানসভার প্রতিটি অঞ্চলে অঞ্চলে এই খেলা দিবস পালন করা হল। খেলা হবে দিবস পালনের মাধ্যমে প্রতিটি অঞ্চলে ফুটবল খেলার আয়োজন করা হয়। এই খেলা দিবসে বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীকে ফুটবল পায়ে দেখা যায়।


সদ্যসমাপ্ত বিধানসভা ভোটে "খেলা হবে" স্লোগানকে সামনে রেখে প্রচারে নেমেছিল তৃণমূল। বিরোধীরা কটাক্ষ করলেও ব্যাপক জনপ্রিয় হয়েছিল স্লোগানটি। ভোটে জিতে তৃতীয়বার সরকার গঠন করে তৃণমূল । এই সাফল্যের পেছনে স্লোগানটির অবদান রয়েছে বলে মনে করেন অনেকে। সেই সেই কারণে ১৬ আগস্ট রাজ্যজুড়ে "খেলা হবে দিবস" পালনের ডাক দেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 



মঙ্গলবার গোটা রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে পালিত হচ্ছে খেলা দিবস। পাণ্ডবেশ্বর বিধানসভাতেও প্রীতি ফুটবল ম্যাচের মাধ্যমে খেলা দিবস পালন করা হয় এবং পাণ্ডবেশ্বর পঞ্চায়েত সমিতি এবং দুর্গাপুর - ফরিদপুর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকেও ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিশেষভাবে   কুমারডিহি, গৌরবাজার এলাকায় মহিলা ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই খেলা হবে দিবস প্রসঙ্গে বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী  জানান, খেলাধুলোর প্রসার ও খেলার প্রতি উৎসাহ বাড়াতেই এই কর্মসূচি। প্রত্যেকটি অঞ্চলের খেলায় খেলা দেখতে এদিন মাঠে দর্শকদের উপস্থিতি ও উৎসাহ ছিল নজর কাড়ার মতো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকের প্রজন্মকে খেলাধুলার প্রতি উৎসাহ বাড়াতেই এই প্রকল্পটি ঘোষণা করেন।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot