দুর্গাপুরে দুটি কারখানায় দুর্ঘটনা। একটি বেসরকারি কারখানা একটি ইস্পাত কারখানা দুটি ঘটনায় আহত 6 জন শ্রমিক কর্মচারী।
গরম পিচ ছিটকে জখম ৩। ব্যাপক চাঞ্চল্য দুর্গাপুরের গ্রাফাইট কারখানায়। ঘটনাস্থলে কোকওভেন থানার পুলিশ। শ্রমিক সংগঠন সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে কারখানার পুরনো একটি ডিপার্টমেন্টে কাজ করছিল অভিজিৎ ভুঁই, উজ্জ্বল মুখোপাধ্যায় ও মৃণাল রায়। ওপরে ওয়েল্ডিং এর কাজ হচ্ছিল। তখনই ওয়েল্ডিং এর আগুন পিচের সংস্পর্শে আসতেই তিনজন ঝলসে যায়। উপর থেকে পড়ে গিয়ে দুজনের পাও ভেঙ্গে যায় বলে খবর। গুরুতর জখম হয় মৃণাল রায়। তিনজনকেই বিধান নগরের বেসরকারি মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। মৃণাল রায়ের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ভেন্টিলেশনে দেওয়া হয়। হাসপাতালের চিকিৎসক তীর্থ মুখোপাধ্যায় বলেন,"তিনজনের অবস্থায় আশঙ্কাজনক রয়েছে। তাদের মধ্যে অত্যন্ত আশঙ্কাজনক মৃণাল রায়। চিকিৎসা চলছে। সকলেই আগুনে ঝলসে গেছে।" শ্রমিকদের নিরাপত্তার দাবি তুলে ক্ষোভে ফেটে পড়েন সিপিএম শ্রমিক সংগঠন সিটু। অন্যদিকে দুর্গাপুর ইস্পাত কারখানার ব্লাস্ট ফার্নেস বিভাগে কাজ চলাকালীন পাইপলাইন ফেটে গ্যাস ছিটকে লাগায় তিন শ্রমিক গুরুতরভাবে ঝলসে যান। আহতরা হলেন বাড়িদ বরণ ঘোষ, শেখ রাজ্জাক আলি ও শেখ ইমরান আলি। তাদের দুর্গাপুর ইস্পাত কারখানার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার খবর পেয়ে শ্রমিক সংগঠনের নেতারা হাসপাতালে পৌঁছান। তৃণমূল ঠিকা শ্রমিক কংগ্রেসের যুগ্ম সাধারণ সম্পাদক বিপ্লব বিশ্বাস জানান, বারবার এ ধরনের দুর্ঘটনা উদ্বেগজনক এবং নিরাপত্তা নিশ্চিত করতে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হবে। মধ্যে একজন স্থায়ী কর্মী এবং দুজন অস্থায়ী কর্মী। তিনজনকেই গুরুতর আহত অবস্থায় দুর্গাপুরের ইস্পাত হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্গাপুরে আজ দু দুটি কারখানায় দুর্ঘটনার ফলে চাঞ্চল্য শিল্প শহরে
No comments:
Post a Comment