DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Thursday, October 2, 2025

দুর্গাপুরে বিজয়া দশমীতে সিঁদুর খেলায় পাওলি দাম অন্যদিকে দশহরা উৎসব পালন দুর্গাপুরে

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক :  দুর্গাপুরে সিঁদুর খেলায় পাওলি দাম । দুর্গাপুরের মার্কনী দক্ষিণ পল্লী দুর্গাপুজো মণ্ডপে বিজয়া দশমীর রঙ ছড়িয়ে পড়ল সিঁদুর খেলায় বৃহস্পতিবার বিকেল চারটের সময়। সিঁদুরের লাল আভায় ভরে উঠল চারপাশ যেন বিদায়ের বেদনার মধ্যেও আনন্দের এক অন্য রূপ। নারীসমাজের হাসি-ঠাট্টা, মায়ের চরণে সিঁদুর অর্পণ, আর একে অপরকে রাঙিয়ে তোলার মুহূর্তে ফুটে উঠল এক অনন্য মিলনমেলা। এই আবেগঘন মুহূর্তের অংশ হয়ে উঠলেন জনপ্রিয় অভিনেত্রী পাওলি দাম। স্থানীয় মহিলাদের সঙ্গে তিনি নিজেও মেতে উঠলেন সিঁদুর খেলায়। তাঁর উপস্থিতি যেন উৎসবের আনন্দকে আরও বাড়িয়ে তুলল বহুগুণ। বৃষ্টি ভেজা দশমীর বিকেলও থামাতে পারেনি এই উচ্ছ্বাস। ভিজে চুল, রাঙা মুখ আর খোলা হাসিতে মহিলাদের উচ্ছ্বাসে মণ্ডপমুখর হয়ে উঠেছিল। হাজারো মানুষের চোখের সামনে মায়ের বিদায় পরিণত হল এক অমলিন স্মৃতিতে যেখানে অশ্রু, আবেগ আর আনন্দ মিলেমিশে গড়ে তুলল এক অপূর্ব ছবি। অন্যদিকে দুর্গাপুরে অখিল ভারতীয় সংস্কৃতিক পরিষদের উদ্যোগে দশহরা উৎসব পালিত হল মর্যাদার সঙ্গে দুর্গাপুরের  রাজিব গান্ধী ময়দানে।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot