DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Monday, September 8, 2025

অন্ডালে দিনের বেলায় ইসিএলের পুরনো যন্ত্রাংশ চুরি করতে এসে ধরা পড়লো দুষ্কৃতীরা

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : প্রকাশ্য দিবালোকে বুক ফুলিয়ে ইসিএলের যন্ত্রাংশ চুরি করতে এসে ধরা পড়ল দুষ্কৃতীরা । অন্ডালের খাস কাজোড়া এলাকায় বিগত কয়েক বছর ধরে পরিতক্ত অবস্থায় ইসিএলের বিভিন্ন  দামী যন্ত্রাংশ রাখা ছিল। রবিবার প্রকাশ্য দিবালোকে  চুরি করতে আসে কয়েকজন দুষ্কৃতী। ইসিএলের এর কাছে খবর গেলে তারা অন্ডাল থানায় ঘটনাটি জানায়। পরে অন্ডাল থানার  পুলিশ ঘটনাস্থলে এসে দুই অভিযুক্তকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করে। ঘটনাস্থল থেকে উদ্ধার হয় একটা হাইড্রা গাড়ি ও একটা ট্রাক। তার মধ্যে রয়েছে বেশ কয়েকটা  বিরাট আকারের লোহার যন্ত্রাংশ। সোমবার তাদের দুর্গাপুর আদালতে পেশ করে অন্ডাল থানার পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য পেতে মহামান্য আদালতের  কাছে ধৃত আসামীদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে  বলে পুলিশ সূত্রে জানা গেছে।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot