প্রথম পর্যায়ে ১০ জন উপভোক্তার হাতে তুলে দেওয়া হয় মোট ১০টি স্থায়ী দোকানের চাবি। আসানসোল দুর্গাপুর উন্নয়ন পরিষদের কার্যালয়ে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত, মহকুমা শাসক ডঃ সৌরভ চট্টোপাধ্যায়, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার অভিষেক গুপ্তা, দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান সুভাষ মন্ডল এছড়াও উপস্থিত ছিলেন দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মন্ডলীর চেয়ারপার্সেন অনিন্দিতা মুখোপাধ্যায়-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব।
দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : বেআইনি নয় স্থায়ী দোকান যদি সরকার করে দেয় ব্যবসায়ীদের কথা ভেবে তাহলে তো খুশির কোন অন্ত থাকে না তাই এমনই খুশি পুজোর আগে ভাগ করে নিলেন সকলেই।পুজোর আগেই দুর্গাপুর নগর নিগমের ২৩ নম্বর ওয়ার্ডের এমএএমসি রায় গুমটি এলাকায় স্থানীয় ব্যবসায়ীদের জন্য নতুন দিশা খুলে দিল আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদ । শনিবার পর্ষদের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হল স্থায়ী দোকান।
No comments:
Post a Comment