DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Saturday, September 20, 2025

পুজোর আগে দুর্গাপুরের কিছু ব্যবসায়ীদের হাতে স্থায়ী দোকানের চাবি তুলে দিল ADDA

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : বেআইনি নয় স্থায়ী দোকান যদি সরকার করে দেয় ব্যবসায়ীদের কথা ভেবে তাহলে তো খুশির কোন অন্ত থাকে না তাই এমনই খুশি পুজোর আগে ভাগ করে নিলেন সকলেই।পুজোর আগেই দুর্গাপুর নগর নিগমের ২৩ নম্বর ওয়ার্ডের এমএএমসি রায় গুমটি এলাকায় স্থানীয় ব্যবসায়ীদের জন্য নতুন দিশা খুলে দিল আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদ । শনিবার পর্ষদের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হল স্থায়ী দোকান।
প্রথম পর্যায়ে ১০ জন উপভোক্তার হাতে তুলে দেওয়া হয় মোট ১০টি স্থায়ী দোকানের চাবি। আসানসোল দুর্গাপুর উন্নয়ন পরিষদের কার্যালয়ে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত, মহকুমা শাসক ডঃ সৌরভ চট্টোপাধ্যায়, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার অভিষেক গুপ্তা, দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান সুভাষ মন্ডল এছড়াও উপস্থিত ছিলেন দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মন্ডলীর চেয়ারপার্সেন অনিন্দিতা মুখোপাধ্যায়-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব।
স্থায়ী দোকান পেয়ে খুশি উপভোক্তারা জানান, "এই দোকানগুলির মাধ্যমে তাঁদের ব্যবসা আরও সুরক্ষিত ও স্থিতিশীল হবে, যা তাঁদের পরিবারগুলির অর্থনৈতিক উন্নয়নে বড় ভূমিকা রাখবে।অন্যদিকে, একই দিনে আসন্ন দুর্গাপুজো উপলক্ষে শহরে পুজো কার্নিভাল আয়োজনের বিষয়ে একটি বিশেষ বৈঠক করে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ। 

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot