DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Thursday, August 28, 2025

পুজোর আগেই পুলিশ ক্রাউড ম্যানেজমেন্ট এর নজরদারি দুর্গাপুর শহরে

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : পুজোর আগেই পুলিশ ক্রাউড ম্যানেজমেন্ট নজরদারি আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট এর। ডিসিপি  অভিষেক গুপ্তা সহ পদস্থ পুলিশ আধিকারিকরা দুর্গাপুরের নামি দামি প্যান্ডেল গুলো ঘুরে দেখলেন। মূলত ক্রাউড ম্যানেজমেন্ট গাইডলাইন দিতেই এই মন্ডপ পরিদর্শন বলে জানান অভিষেক গুপ্তা।, শহরের অন্যতম নামি মন্ডপগুলো ইতিমধ্যেই কাঠামো তৈরীর কাজ প্রায় শেষ পর্যায়ে, বিগ বাজেটের পুজো গুলো প্রায় কুড়ি দিন আগে থেকে মন্ডপ নির্মাণ শুরু হয়েছে, কোথাও কোথাও দুর্গ- উৎসবে চলবে বৃহৎ মেলাও, যাতায়াতের রাস্তা ফায়ার সিস্টেম নিরাপত্তা এইসব বিষয় দেখতেই ,আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের একটি দল শহরের বৃহৎ পুজো কমিটি গুলোর মন্ডপ ঘুরে দেখেন। ডেপুটি কমিশনার অফ পুলিশ অভিষেক গুপ্তা দুর্গাপুরের ডুমুরতলা পুজো মন্ডপ পরিদর্শনে এসে বললেন প্যান্ডেলের এক্সিট গেট বড় করে বানাতে হবে, তার কারণ পুজোর সময় ক্লাউড সামলাতে প্রশাসনকে হিম সিম খেতে হবে , তাই পূজা কমিটিকে জানালেন এক্সিট গেট বড় করে বানাতে হবে, প্যান্ডেলের প্ল্যানিং এ ভুল আছে।বড় মন্ডপ গুলোর ভিড় সামলানোর জন্য সব রকমের গাইডলাইন পুজো কমিটিগুলোকে ইতিমধ্যেই করা শুরু হয়েছে। অন্যান্য নিরাপত্তা বিষয়ক সব ধরনের খুঁটিনাটি বিষয় ইতিমধ্যেই নজর রাখছে প্রশাসন। তাই এই আগাম পরিদর্শন।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot