DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Tuesday, March 4, 2025

সুতন্দ্রা মৃত্যু রহস্যে অভিযুক্ত গাড়ি চালক বাবলু যাদবের পর এবার গ্রেপ্তার সুতন্দ্রার গাড়ির চালক

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের পানাগড়ে গাড়ি দুর্ঘটনায় মৃত চন্দননগরের সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের (২৭) মৃত্যুর ঘটনায় সুতন্দ্রার গাড়ির চালক রাজদেও শর্মাকে গ্রেফতার করেছে পুলিশ। এসিপি কাঁকসা সুমন কুমার জয়সওয়াল জানান, চন্দননগর থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। বিপজ্জনকভাবে গাড়ি চালানোর অভিযোগ দায়ের করে তাকে গ্রেপ্তার করা হয়েছে। ডিসি অভিষেক গুপ্তা জানান, দুর্গাপুর আদালতে তুলে সাত দিনের পুলিশ হেফাজতে নেওয়ার আর্জি জানানো হবে। এর আগে মূল অভিযুক্ত পানাগরের ব্যবসায়ী ঐদিন রাতে গাড়ির চালক বাবলু যাদবকে গ্রেফতার করে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ । এবার দুই গাড়িচালক গ্রেফতারের পর আসল রহস্যের সমাধান উদঘাটিত হবে বলে মনে করছেন সকলেই। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট দ্রুত এই ঘটনার নিষ্পত্তি করতে এবং আসল রহস্য উদঘাটন করতে যথেষ্ট সক্রিয় প্রথম দিন থেকেই।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot