DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Thursday, March 27, 2025

বেআইনি নির্মাণ সহ কুয়ো এবং ট্রান্সফরমার বসানো নিয়ে অভিযোগে পথ অবরোধ বিক্ষোভ দুর্গাপুরে

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : দুর্গাপুরে কুড়ি নম্বর ওয়ার্ডের আবাসনের কুয়ো খোড়া কে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় ৫৪ ফুট এলাকায় , এলাকাবাসীদের দাবি প্রায় ৬০ ফুট কুয়ো খুঁড়ে ফেলায় পার্শ্ববর্তী বাড়িগুলিতে কুয়োর জল তলানিতে ঠেকেছে ফলে জল সংকটে ভুগছেন এলাকাবাসীরা, 
বহুবার সংস্থার কর্ণধারকে বলেও কোন লাভ হয়নি তার ফলে রাস্তা অবরোধ করেই বিক্ষোভ দেখাতে শুরু করে এলাকাবাসীরা একই সাথে এলাকাবাসীদের দাবি বহুতাল নির্মাণের কর্ণধার বাবলু সাহা বেআইনিভাবে তার বহুতল নির্মাণ করে চলেছেন। ইলেকট্রিক্যাল ট্রান্সফরমার নিয়ম অনুসারে নিজের জায়গার ভেতরে বসানো উচিত কিন্তু তিনি তা না করে রাস্তার ওপরেই ট্রান্সফরমার বসিয়েছেন ফলে বড়সড় দুর্ঘটনার আশঙ্কায় রয়েছেন ।এলাকাবাসীরা একই সাথে বেআইনি বহুতল গড়েছেন তিনি অভিযোগ এলাকাবাসীদের এর পরবর্তীতে দুর্গাপুর থানার ফরিদপুর ফাঁড়ির পুলিশ আসলে এলাকাবাসীদের সঙ্গে কথা বলে পথ অবরোধ তুলে দেন ঘন্টা খানেক পথ অবরোধ থাকায় কিছুক্ষণ যানজটের সৃষ্টি হয়।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot