DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Sunday, February 16, 2025

দুর্গাপুরের এক তরুণ ব্যবসায়ীর সহযোগিতায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে বাড়লো প্রসূতি সজ্জার সংখ্যা

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : দুর্গাপুরের এক তরুণ ব্যবসায়ী শিল্পপতি দুর্গাপুর মহকুমা হাসপাতালে রোগী কল্যাণের কথা ভেবে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন তারই পরিবারের স্বর্গীয় আত্মীয়র স্মৃতির উদ্দেশ্যে। সেন ব্রাদার্স এর বাপ্পা সেন বাড়িয়ে দিলেন মানুষের কল্যাণের জন্য সহমর্মিতার ও সহযোগিতার হাত। দুর্গাপুর মহকুমা হাসপাতালে প্রসূতি বিভাগে বাড়লো শয্যার সংখ্যা। উদ্বোধন করলেন রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার, পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তথা দুর্গাপুর মহকুমা হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান কবি দত্ত, মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায়, হাসপাতালের সুপার ডা. ধীমান মন্ডল সহ প্রশাসনিক আধিকারিকরা।মন্ত্রী বলেন,"দুর্গাপুর মহকুমা হাসপাতালের প্রসূতি বিভাগে ছিল এতদিন ৭০ টি শয্যা। সমস্যায় পড়তে হতো পসূতি মায়েদের। এই সমস্যার কথা মাথায় রেখে দুর্গাপুরের একটি শিল্প গোষ্ঠী এগিয়ে এসেছেন। এখন ১৪০ শয্যা সংখ্যা হয়ে যাবে ওই বিভাগে। হাসপাতালের মান উন্নয়ন হবে বলেও আমরা আশাবাদী।" আসানসোল দুর্গাপুর উদয়ন পরিষদের চেয়ারম্যান তথা রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান কবি দত্ত বলেন, "হাসপাতালের এখন পরিষেবা অনেকটাই উন্নত হয়েছে। আমরা এও আশাবাদী আগামী কয়েক মাসের মধ্যে জেলা হাসপাতালগুলির মত এই হাসপাতালেও ব্লাড সেপারেশন ইউনিট তৈরি করা হবে ।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot