DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Friday, February 21, 2025

দুর্গাপুর ইস্পাত কারখানা সমবায় ব্যাংকের নির্বাচনের মনোনয়নপত্র দাখিল নিয়ে উত্তেজনা

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : সবকিছু করেও উত্তেজনা আর আটকানো গেল না , এমনই ছবি ধরা পরল দুর্গাপুরের ইস্পাত কারখানা সমবায় ব্যাংকের নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে। আইএনটিইউসি, এইচএমএসকে সঙ্গে নিয়ে জোট বাঁধলো আইএনটিটিইউসি! আর তাদের মনোনয়ন দাখিলকে ঘিরেই হাতাহাতি থেকে উত্তেজনা। তৃণমূলের সন্ত্রাসেই দুর্গাপুর স্টিল পিপলস কো-অপারেটিভ নির্বাচন হলো একতরফা, অভিযোগ তুলে ক্ষোভে  বিএমএস আর সিটু। কোনো সন্ত্রাস হয়নি পাল্টা তৃণমূল। আট বছর পর দুর্গাপুর স্টিল পিপলস কো-অপারেটিভ ব্যাংকের নির্বাচন। এই ব্যাঙ্কে রয়েছে ১২ হাজার গ্রাহক। রয়েছে ৪২টি আসন। ২০১২ সালে এই ব্যাঙ্কের নির্বাচনে জয়লাভ করেছিল তৃণমূল। ২০১৭ সালে মেয়াদ শেষ হবার পর থেকে আট বছর ধরে হয়নি নির্বাচন। রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদারের হস্তক্ষেপে ২০২৫ সালে নির্বাচন করার সিদ্ধান্ত হয়। তারই মধ্যে হিন্দুস্তান মজদুর সংঘ (HMS), কংগ্রেস শ্রমিক সংগঠন অনুমোদিত হিন্দুস্তান স্টিল ওয়ার্কার্স ইউনিয়ানকে সঙ্গে নিয়ে অলিখিতভাবে জোট বাঁধে তৃণমূল শ্রমিক সংগঠন অনুমোদিত হিন্দুস্থান স্টিল প্লান্ট মজদুর ইউনিয়ন। হিন্দুস্তান স্টিল ওয়ার্কার্স ইউনিয়নকে ৬টি আসন, হিন্দুস্থান মজদুর সংঘকে ৩টি আসন এবং তৃণমূল শ্রমিক সংগঠনের হিন্দুস্তান স্টিল প্লান্ট মজদুর ইউনিয়নের ৩৩টি আসনে প্রার্থী দেওয়ার কথা থাকলেও তারা ৩৫টি আসনে মনোনয়নপত্র দাখিল করে। যাকে ঘিরেই শুরু হয় নিজেদের মধ্যে চূড়ান্ত দ্বন্দ্ব, হাতাহাতি। চরম উত্তেজনা পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয় দুর্গাপুর থানা পুলিশকে।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot