DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Sunday, February 16, 2025

সোনার দোকানে এক কেজির রুপোর বাঁট বিক্রি করতে গিয়ে গ্রেপ্তার ২

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : নাটকীয় ভঙ্গিতে ১কেজি রুপোর বাট সহ গ্রেফতার ২ জন। সোনা রুপোর দোকানে দাঁড়িয়ে দু'জন। ব্যাগ থেকে রুপোর বাঁট বের করে বিক্রি করবে বলে ঠিক করছিল। তখনই সাদা পোশাকে হাজির পুলিশ। ওরা যে পুলিশ সেটা তাঁরা বুঝতেও পারেনি। দোকানদারকে বিক্রি করতেই রুপোর বাট সহ দু'জনকে হাতে নাতে ধরে ফেললো দুর্গাপুর থানার পুলিশ। উদ্ধার হলো প্রায় ১কেজি রুপোর বাট। ধৃত প্রকাশ বাউড়ি দুর্গাপুর থানার এনআইটি ক্যাম্পাস সংলগ্ন এলাকার বাসিন্দা আর অঙ্কিত চক্রবর্তী বেনাচিতির নেতাজি নগর কলোনি এলাকার বাসিন্দা। পুলিশ জানিয়েছে, ধৃত দু'জন দুর্গাপুরের বিভিন্ন প্রান্ত থেকে রুপোর গহনা চুরি করত। তারপর সেগুলি বাড়িতে গলিয়ে বাট তৈরি করত। পরে বিভিন্ন জায়গায় বিক্রি করতো। শনিবার সন্ধ্যায় দু'জন চন্ডীদাস বাজারে গেছিল রুপোর বাট বিক্রি করতে। প্রায় ১কেজি ওজনের রুপোর বাটের বাজারমূল্য লক্ষাধিক টাকা।গোপন সূত্রে খবর পেয়ে চন্ডীদাস বাজারের ওই সোনার দোকান থেকে দু'জনকে গ্রেপ্তার করা হয়। রবিবার ধৃতদের পুলিশি হেফাজত চেয়ে তোলা হয় দুর্গাপুর মহকুমা আদালতে। বিচারক তিন দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। পুলিশি হেফাজতে নিয়ে ধৃতদের জেরা করে আরো রুপোর অলংকার ও রুপোর বাট উদ্ধারের চেষ্টা চালানো হবে। পুলিশের এই সাফল্যে স্বভাবতই খুশি এলাকাবাসী।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot