DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Sunday, June 2, 2024

দুর্গাপুরে নামকরা বেসরকারি কোচিং সেন্টারে শিক্ষকরা বেতন পাননি ক্লাস বন্ধ নিয়ে বিক্ষোভ

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : ব্যাপক উত্তেজনা দুর্গাপুরের সিটি সেন্টারের সর্বভারতীয় বেসরকারি কোচিং সেন্টারের ভিতরেই। কেউ এক বছর কেউ দু বছর আবার কেউ তারও বেশি সময় ধরে ওই কোচিং সেন্টারে ইঞ্জিনিয়ারিং ও মেডিকেলে যাওয়ার জন্য কোচিং নিচ্ছেন। তবে একাদশ ও দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের সমস্যা সবচেয়ে বেশি। এক অভিভাবক স্বপ্না মজুমদার এর অভিযোগ,"বিগত কয়েক মাস ধরে ঠিকঠাক ক্লাস হচ্ছে না। হঠাৎ করে রবিবার সকালেই এক শিক্ষক  সোশ্যাল মিডিয়ার একটি গ্রুপে কোচিং সেন্টারের এক শিক্ষক লেখেন যে তিনি ঠিকমতো বেতন না পাওয়ার জন্য এ কোচিং সেন্টার ছাড়ছেন। তারপরেই আমরা কয়েকশো অবিভাবক কোচিং সেন্টারে আসেন। কর্তৃপক্ষের কাছে জানতে চান এই কারণেই কি ক্লাস হচ্ছে না ঠিকমতো। আমাদের ছেলেমেয়েদের ভবিষ্যতের কি হবে এই প্রশ্নও তোলা হয়। কিন্তু কর্তৃপক্ষ কোনো সঠিক জবাব দিতে পারেনি।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot