প্রকাশ্য দিনের বেলায় হার ছিনতাই করে চম্পট দিল দুষ্কৃতীরা ।এস এন ব্যানার্জি রোডে স্কুটি নিয়ে বাড়ি ফিরছিলেন কান্ডেশ্বর এর গ্রামের বাসিন্দা মৌমিতা মন্ডল সেই সময় বাইক নিয়ে হেলমেট পড়া অবস্থায় দুই যুবক গলা থেকে হার ছিনতাই করে চম্পট দেয় । ঘটনাস্থলে দূর্গাপুর থানার পুলিশ তদন্ত শুরু করেছে
হার ছিনতাই এর ঘটনায় আতঙ্কে রয়েছে ওই মহিলা সহ এলাকার মানুষ। এর কয়েকদিন আগে দুর্গাপুরের লিংক পার্ক এলাকায় দুর্গাপুরের প্রেসক্লাবের সদস্য একটি হিন্দি দৈনিক কাগজের চিত্র সাংবাদিক নিমাই দাস কাজ সেরে যখন সন্ধ্যেবেলায় বাড়ি ফিরছিলেন এই সময় দুটি বাইকে করে আসা চার দুষ্কৃতী তার পথ আটকে মোবাইল ছিনতাই করে নিয়ে চলে যায় তাদেরও এখন টিকি খুঁজে পায়নি পুলিশ । আজ আবারো ছিনতাই এর ঘটনা প্রকাশ্যে এলো নিরাপত্তার জন্য পুলিশের ওপর ক্ষোভ বাড়ছে সকলের । যদিও রাস্তার ওপর সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। আতঙ্ক শহর জুড়ে ছিনতাই এর ঘটনায় ।
No comments:
Post a Comment