DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Wednesday, February 21, 2024

বিজেপি সাংসদ ও বিধায়কের নিখোঁজ পোস্টার পড়লো দুর্গাপুরে

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : বিজেপি সাংসদ নিখোঁজ বিজেপির বিধায়ক নিখোঁজ এইরকম পোস্টার পড়লো দুর্গাপুরের ডিভিসি তাপবিদ্যুৎ কেন্দ্র ডিটিপিএস এলাকায় । বস্তিবাসীদের দাবি অনেক বড় বড় কথা বলেছিলেন সাংসদ এবং বিধায়ক তারা পুনর্বাসন না দিয়ে উচ্ছেদ করবেন না দরকার পড়লে বুল ডোজারের সামনে দাঁড়াবেন । কিন্তু কোথায় তারা প্রশ্ন তুলেছেন বস্তিবাসীরা।  এবং শেষ রক্তবিন্দু দিয়ে তারা লড়াই করবেন যতদিন না তাদের পুনর্বাসন হবে কোনরকম ভাবে উচ্ছেদ অভিযান চলবে না কোন রকম ভাবে কারখানার জন্য পাঁচিল ঘেরার কাজ চলবে না । আজ এই পোস্টার  নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot