DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Thursday, February 22, 2024

দুর্গাপুরে এসবিআই হোম লোনের কার্নিভাল গান্ধী মোড় ময়দানে ২৪ ও ২৫ শে ফেব্রুয়ারি

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক :  নিজের বাড়ির স্বপ্ন কে সার্থক করে তুলতে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আগামী দুদিন গান্ধী মোড় ময়দানে সকাল 11 টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত হোম লোন কার্নিভাল করতে চলেছে । এই হোম লোনের কার্নিভাল অনেকের সারা জীবনের নিজের একটি বাড়ি তৈরি স্বপ্নকে পূরণ করবে বলে আশা এসবিআই কর্তৃপক্ষের। এই অনুষ্ঠানে কলকাতা দুর্গাপুর বর্ধমান ও অন্যান্য শহরের অনেক বিল্ডার এবং ডেভলপার থাকবেন যারা তাদের বর্তমান এবং আসন্ন প্রকল্পগুলিকে গ্রাহকদের সামনে তুলে ধরবেন । দুর্গাপুরের সিটি সেন্টারের এসবিআই এর নিজস্ব কনফারেন্স হলে একটি সাংবাদিক বৈঠকের মাধ্যমে এসবিআই এর রিজিওনাল ম্যানেজার শুভাশিস দাস জানান এস বি আই এর প্রতিযোগিতামূলক সুদের হার, নমনীয় পরিষদের বিকল্প , কোনো লুকানো খরচ ছাড়া এবং দ্রুত প্রক্রিয়াকরণের সময় সহ আমাদের গ্রাহকদের বিভিন্ন চাহিদা পূরণের জন্য তৈরি করা আমাদের গৃহঋণ পরিষেবা গুলো এই অনুষ্ঠানের প্রদর্শিত হবে । একটি প্রেস রিলিজ হোম কার্নিভাল সংক্রান্ত সাংবাদিকদের হাতে তুলে দেওয়া হয় যাতে দুর্গাপুরের হোম লোন নিতে ইচ্ছুক  সকলে যাতে খবরের মাধ্যমে এটির সম্বন্ধে পুরোপুরি বুঝতে পারেন তার জন্য নিচে আমরা সেই প্রেস কনফারেন্সের প্রেস রিলিজটি দিয়ে দিলাম। এদিন সাংবাদিক বৈঠকে এসবিআই এর চিফ ম্যানেজার অখিলেশ কুমার সহ অভিজিৎ দুবে সিদ্ধার্ত কুমার  এর মত গুরুত্বপূর্ণ আধিকারিকরা উপস্থিত ছিলেন ।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot