সেই প্রকল্পের আওতায় পানাগড় স্টেশন যেটি অমৃত ভারত স্টেশন নামে ঘোষণা হয়েছে। সেই স্টেশনের সৌন্দর্যায়ন, আধুনিকীকরণ, পানাগড় স্টেশন সংলগ্ন রেল গেটের ওপর ব্রিজ নির্মাণের কাজের সূচনা করা হয়। উদ্বোধন অনুষ্ঠানের জন্য এদিন পানাগড় স্টেশনের এক ও দুই নম্বর প্লাটফর্মের মাঝে জায়েন্ট স্কিনের মাধ্যমে অনুষ্ঠান দেখার আয়োজন করা হয়েছিল আসানসোল রেল ডিভিশনের পক্ষ থেকে। এদিন পানাগড় স্টেশনে নানান সংস্কৃতি অনুষ্ঠানের পাশাপাশি প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনের অনুষ্ঠান দেখতে হাজির ছিলেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ এসএস আলুওয়ালিয়া, আসানসোল রেল ডিভিশনের ডি আর এম সহ রেল আধিকারিকরা এবং এলাকার বিশিষ্টজনেরা।
দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : সোমবার ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ৫৫৪ টি অমৃত ভারত স্টেশনের সৌন্দর্যায়নের কাজের সূচনা এবং ১৫০০ টি ওভার ব্রীজ ও আন্ডারপাস নির্মাণের কাজের সূচনা করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।এদিন রেলমন্ত্রীকে সাথে নিয়ে ভার্চুয়াল সভার মাধ্যমে একসাথে সারা ভারতের সমস্ত জায়গায় প্রকল্পের সূচনা করেন তিনি।
No comments:
Post a Comment