DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Friday, September 22, 2023

রাজ্য দমকল বিভাগের ডিজি গুরুত্বপূর্ণ বৈঠক করলেন দুর্গাপুর ফায়ার ডিভিশন অফিসে

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : দুর্গাপুরে সিটিসেন্টারে শুক্রবার দমকল বিভাগের দপ্তরে পরিদর্শনে এলেন রাজ্য দমকল বাহিনীর ফায়ার ডিজি রণভীর কুমার সিং। দমকল বিভাগের আধিকারিকদের সঙ্গে তিনি  বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। আগে যে যে সমস্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে কলকাতার দমকলের মূল দপ্তরে যেতে হতো বিভিন্ন মানুষকে সেটা এখন   জেলায় বসেই হবে প্রতিমাসে নির্দিষ্ট সময়ে একদিন করে তিনি আসবেন বিভিন্ন সদর দপ্তরে। এরফলে বিভিন্ন বিষয় ছাড়পত্র পেতে আর দেরি হবে না। পাশাপাশি দুর্গাপুরের দমকল বাহিনীর বিভিন্ন পরিকাঠামো ও পরিষেবা খতিয়ে দেখেন তিনি এদিন। প্রসঙ্গত বিশ্বকর্মা পুজোর রাতে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের ভবনে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় যথেষ্ট এই প্রশ্নের মুখে ফেলে দিয়েছিল দমকল বাহিনীকে। দীর্ঘক্ষণের প্রচেষ্টা এবং দুর্গাপুরের বাইরের অন্ডাল রানীগঞ্জ পানাগর থেকে দমকলের ইঞ্জিন এনে আগুনকে নিয়ন্ত্রণে আনা হয়। মূলত দুর্গাপুরের দমকল বিভাগের স্বল্পপরিকাঠাময় বিশালাকার এই আগুনকে নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হয়েছিল বলে অভিযোগ। যার ফলে সরকারি দপ্তরের আসবাবপত্র সহ বিভিন্ন নথিপত্র পুড়ে ছারখার হয়ে যায়।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে এদিন ডিজি ফায়ার রনবির কুমার সিং জানান জলের অভাবের কারণেই আগুনকে নিয়ন্ত্রণে আনতে দেরি হয়েছিল। আগামী দিনে ড্রোনের মাধ্যমে আগুন নেভানোর কাজ সহ উন্নতমানের হাইড্রোলিক সিড়ি ব্যবহার করার পরিকল্পনা রয়েছে বিভিন্ন জায়গায় জানালেন ডিজি।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot