দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : দুর্গাপুরের কাদারোড যৌনপল্লী থেকে উদ্ধার একটি মেয়ে, তদন্তে দুর্গাপুর থানার পুলিশ ।
আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের দুর্গাপুর থানার অন্তর্গত ওয়ারিয়া ফাঁড়ির কাদারোড যৌনপল্লী থেকে উদ্ধার হলো একটি মেয়ে সে নাবালিকা এবং বাংলাদেশী বলে প্রাথমিক অনুমান পুলিশের। রবিবার রাতে যৌনপল্লীতে ওই নাবালিকাকে ঘোরাঘুরি করতে দেখে তাঁকে জিজ্ঞাসাবাদ করেন দুর্বারেরে প্রতিনিধিরা। মেয়েটির কথায় অসঙ্গতি ছিল। সঙ্গে কোনও পরিচয়পত্র না থাকায় মেয়েটিকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। নাবালিকাকে জিজ্ঞাসাবাদ করে এক যুবককে আটক করেছে পুলিশ। তদন্তের সার্থে কোনও মন্তব্য না করলেও প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান কোনও নারী পাচার চক্রের খপ্পরে পড়েছিল ওই নাবালিকা। চক্রের লোকেরা নাবালিকাকে কাদারোড যৌনপল্লীতে নিয়ে এসেছিল। সোমবার রাতে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি তথাগত পান্ডে জানান নাবালিকাকে জিজ্ঞাসবাদ করা হচ্ছে। সে নিজেকে বাংলাদেশী বললেও আমরা তদন্ত করছি নাবালিকা কিনা বা বাংলাদেশি সব বিষয়ে আমাদের তদন্ত চলছে। কালকে তাকে আদালতে তোলা হবে তারপরে এই তদন্ত আমরা আরো এগিয়ে নিয়ে যাব এই চক্রের কারা জড়িত আছে তাদের সন্ধান চলছে। কে তাকে দুর্গাপুরে নিয়ে এসেছিল। বাড়ি কোথায়। সেখান থেকে কি ভাবে এখানে এসেছে। এসব তদন্ত করা হচ্ছে।
No comments:
Post a Comment