DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Wednesday, August 2, 2023

আজ দুর্গাপুরে শুভেন্দু অধিকারীর সভা নিয়ে জল্পনা অনুমতি ছাড়াই সভা করবে বিজেপি বলে খবর

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক :  দুর্গাপুরে ডিপিএল এলাকার মাঠে প্রধান বক্তা শুভেন্দু অধিকারীর সভা বিজেপিকে  করার অনুমতি দিল না ডিপিএল কর্তৃপক্ষ। জোর করে সভা করার হুমকি বিজেপির । দুর্গাপুর নগর নিগম নির্বাচনকে দ্রুত করানোর দাবি সহ বিভিন্ন ইস্যুতে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির জনসভার আয়োজন করা হয়েছে আজ ৩ রা আগস্ট দুর্গাপুরের গ্যামন ব্রিজ সংলগ্ন ময়দানে। যে সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। কিন্তু দুর্গাপুর বিজেপির অভিযোগ ওই ময়দান ডিপিএল কর্তৃপক্ষের অধীন। ডিপিএল কর্তৃপক্ষকে বহু আগে থেকে আবেদন করেও, শেষ মুহূর্ত অবধি সভা করার অনুমতি দেয়নি  কর্তৃপক্ষ। দুর্গাপুর পশ্চিম কেন্দ্রের বিজেপি বিধায়ক লক্ষণ ঘোড়ুইয়ের অভিযোগ বিভিন্ন রাজনৈতিক দলগুলিকে ওই ময়দানে সভা করার অনুমতি দিলেও রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপিকে অনুমতি দিতে টালবাহানা করছে কর্তৃপক্ষ। এমনকি পুলিশের অনুমতি মিলছে না। তার দাবি শুভেন্দু অধিকারীর সভা ওই ময়দানে অনুষ্ঠিত হলে জন প্লাবনে পরিণত হবে। আর রাজ্যের প্রধান বিরোধীদল এর প্রতি মানুষের এই সমর্থনকে মেনে নিতে পারছে না শাসক দল। তাই অজ্ঞাত কারণে ডিপিএল কর্তৃপক্ষ সভা করতে অনুমতি দিচ্ছে না। বুধবার সকালে ময়দান পরিদর্শনের পাশাপাশি ডিপিএলের প্রশাসক ভবনে সাক্ষাৎ করতে যায় বিজেপির এক প্রতিনিধি দল। কেন তাদের অনুমতি দেয়া হচ্ছে না সেই বিষয়ে কথা বলতে যান তারা। এরপর অনুমতি না মেলায় প্রশাসনিক ভবনের গেটের বাইরে বিক্ষোভ দেখায় তারা অন্যদিকে বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারির দাবি সভা ওই মাঠেই হবে।  বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই বলেন  ডিপিএল অনুমতি দিক বা না দিক  নির্দিষ্ট সময় মেনে ওই ময়দানেই সভা হবে।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot