DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Wednesday, August 16, 2023

৭৬ তম স্বাধীনতা দিবসে 76 টাকায় বিভিন্ন ধরনের টেস্ট এর উদ্যোগ দুর্গাপুরের সাচেট হাসপাতালের

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক :  টেস্টিংয়ে বিশেষ ছাড় দুর্গাপুরের বিধাননগরের সাচেট হাসপাতালে। ক্লিনিক উদ্বোধন হল ৭৬ তম স্বাধীনতা দিবসে। এই উপলক্ষে  মাত্র 76 টাকায় বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ শারীরিক পরীক্ষা যে কোন মানুষ এসে করাতে পারেন দুর্গাপুরের এই নতুন হাসপাতালে আগামী কুড়ি তারিখ পর্যন্ত। হাসপাতালে কাজ প্রায় শেষের মুখে। পুজোর আগেই উদ্বোধন হতে চলেছে দুর্গাপুরে  স্বাস্থ্য পরিষেবা দিতে এই নতুন হাসপাতাল। নিতান্তই মানুষের নাগালের মধ্যে এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ চিকিৎসা হবে এখানে। যা শহর ছাড়িয়ে শহরের বাইরে মহিলাদের কিছু গুরুত্বপূর্ণ রোগের ক্ষেত্রে  যথেষ্ট রকম সহায়তা করবে এই হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা। স্বাধীনতা দিবসে ক্লিনিক উদ্বোধনের দিন স্বাধীনতা দিবস উপলক্ষে রোগ নির্ণায়ক পরীক্ষায় রোগীদের জন্য বিশেষ ছাড় পেয়ে খুশি এলাকার বিভিন্ন রোগীরা। এদিন হাসপাতালের তরফে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। একইসাথে রোগীদের স্বার্থে মাত্র ৭৬ টাকার বিনিময়ে প্রেসার  ,কোলেস্টেরল, ইসিজি সহ নানা ধরনের শারীরিক পরীক্ষা করা হয় হাসপাতালের তরফে। ১৫ ই আগস্ট থেকে কুড়ি আগস্ট পর্যন্ত এই সুবিধা নিতে পারবেন শহর সহ যে কোন এলাকার মানুষ। এদিন সকাল থেকেই প্রচুর মানুষ নিজেদের শারীরিক পরীক্ষা করাতে ভিড় জমান ওই বেসরকারি হাসপাতালে।
 দুর্গাপুরের বিধান নগরে নতুন এই হাসপাতাল ঠিক দুর্গাপুরের বিধান স্কুলের সামনে। দুর্গাপুরের ভূমিপুত্র রণবীরের দীর্ঘদিনের স্বপ্ন ছিল মানুষের জন্য কম খরচে চিকিৎসা ব্যবস্থার জন্য হাসপাতাল গড়ে তোলার।সেই স্বপ্ন সার্থক করে মানুষের মুখে হাসি ফোটাতে চান তিনি।অন্যদিকে হাসপাতালের ডক্টর সত্যজিৎ বাবু জানান স্বাধীনতা দিবসের দিন এই ক্লিনিক উদ্বোধনে মানুষের সেবায় ব্রতি হতে পেরে তিনি নিজেকে ধন্য মনে করেছেন।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot