দুর্গাপুর আপডেট নিউজ ডেস্কঃ আজ শেষ হলো দুর্গাপুর পূণনিগমের মেয়াদ। মেয়াদ শেষে নিয়োগ করা হল বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর। মহানাগরিক অনিন্দিতা মুখোপাধ্যায়কে মাথায় রেখে ৫ জনের বোর্ড গঠন করা হয়েছে। নয়া বোর্ডে প্রশাসক হচ্ছেন মেয়র অনিন্দিতা মুখোপাধ্যায়ই। সোমবারই প্রশাসক হিসেবে অনিন্দিতা মুখোপাধ্যায়ের নাম চূড়ান্ত হয়। প্রশাসনিক স্তরে ঘোষণা করা হয় এদিন বোর্ডের বাকিদেরও নাম।
বোর্ডে আছেন ডেপুটি মেয়র অমিতাভ বন্দ্যোপাধ্যায় । রয়েছেন আরও তিন মেয়র পারিষদ । ধর্মেন্দ্র যাদব রাখি তিওয়ারি ও দীপঙ্কর লাহা। ৬ই সেপ্টেম্বর এই প্রশাসক বোর্ড দায়িত্বভার গ্রহণ করবেন দুর্গাপুর নগর নিগমের । এদিকে এই সিদ্ধান্তের বিরোধিতা করেছেন বিরোধী দলগুলি ।
No comments:
Post a Comment