DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Wednesday, July 9, 2025

সরকারি রাস্তা করতে গিয়ে জলের পাইপ লাইন ভেঙে যাওয়ায় জল সমস্যা ২৩ নম্বর ওয়ার্ডের মামড়ায়

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : সরকারি রাস্তা করতে গিয়ে বিপত্তি। ফেটে গেছে জলের পাইপ ।পানীয় জলের সমস্যা। এলাকায় বাড়ছে বৃষ্টি তারই মাঝে জল নেই নগর নিগমের কলে। নাজেহাল অবস্থা দুর্গাপুর নগর নিগমের ২৪ নম্বর ওয়ার্ডের মামড়া সিদ্ধেশ্বরী কালী মন্দির এলাকায়। ক্ষোভে এলাকার মানুষ। দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস নগর নিগমের। দুর্গাপুরের ২৪ নম্বর ওয়ার্ডের মামড়া এলাকায় আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের রাস্তা নির্মাণের জন্য নগর নিগমের পাইপলাইন ফেটেছে। সেই ফাটল দিয়েই বেরিয়ে যাচ্ছে সব জল। পৌঁছাচ্ছে না মামড়া সিদ্ধেশ্বরী কালী মন্দির এলাকায় নগর নিগমের কলে জল। চার দিন গোটা এলাকায় তৈরি হয়েছে জল সংকট। মঙ্গলবার দুপুর দুটোয় স্থানীয়দের অভিযোগ, তাদের জল আনতে হচ্ছে অনেক দূর থেকে। জলের ট্যাঙ্কারও পাঠানো হয়নি। দুর্গাপুর নগর নিগম থেকেও কেউ দেখতে আসেনি বলেও অভিযোগ। কটাক্ষ করে জেলা বিজেপির সহ-সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন,"রাস্তা নির্মাণের জন্য দুর্গাপুর নগর নিগমের পাইপলাইন ফেটে গেছে। সেজন্য এলাকার মানুষ জল পাচ্ছে না। প্রশাসক মন্ডলীর সদস্য দীপঙ্কর লাহা বলেন,আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের উদ্যোগে ডবল লেনের রাস্তা নির্মাণের জন্য পাইপলাইন ফেটে গেছে। আমরা ইঞ্জিনিয়ারদের বিষয়টি জানিয়েছি। দ্রুত মেরামত করা হবে।এলাকাতেও খুব তাড়াতাড়ি পানীয় জল মিলবে।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot