DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Sunday, April 6, 2025

প্রয়াত দুর্গাপুরের বিশিষ্ট সংগীতশিল্পী তপন দে র স্মরণসভার আয়োজন করলেন তাঁর অনুরাগীরা

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : তিনি ছিলেন সবার প্রিয় মাস্টারমশাই । সর্বদা হাসিমুখে থাকা একজন গুণী সংগীত শিক্ষক । শুধু সঙ্গীর শিক্ষকই নন একজন বিশিষ্ট সংগীত শিল্পী ,সুরকার ,গীতিকার। এবং হারমোনিয়াম টা ছিল তার কাছে খেলনার মত। অবাধ বিচরণ সমস্ত রিড জুড়ে। এছাড়া পদাবলী কীর্তন সহ গ্রাম বাংলার নানান লোকসংগীত বিভিন্ন জেলার বিভিন্ন আঙ্গিকের সমস্ত বিষয়ে ছিল তার অগাধ জ্ঞান।  যথেষ্ট পড়াশোনা করেছিলেন গ্রাম্য মাটির গান ও সুর নিয়ে । এবং যথেষ্ট দখল ছিল সমস্ত বিষয়ে পর্যালোচনা করার । শাস্ত্রীয় সংগীত থেকে আধুনিক সংগীত জগতে তার চিন্তা ভাবনা যুগের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয়েছে। বহু প্রতিভাবান নামি সঙ্গীতশিল্পীরা তার কথা সুরে গান গেয়েছেন। আগামীদিনে আরো অনেকে গান গাইবেন কত স্বপ্ন চোখে ছিল মাস্টারমশাইয়ের। তাঁর স্ত্রী বিয়োগ এর পর কিছুটা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন কিন্তু গানকে কখনো ছেড়ে যাননি । আরো যেন সুর আরো যেন বেদনা ঝরে পড়তো তার নতুন নতুন গানের সৃষ্টিতে । তাঁর ছায়াসঙ্গী ছিলেন সৌমিত্রজিৎ চট্টোপাধ্যায়। বিশিষ্ট আন্তর্জাতিক তবলা বাদক। দুর্গাপুর শহরের প্রাচীন সগড়ভাঙ্গা গ্রামে ছিল এই দুই মহান শিল্পীর বাসস্থান । হঠাৎ করেই তার আকস্মিক মৃত্যুতে সমস্ত দুর্গাপুরের সংগীত শিল্পী থেকে সংগীত জগতের সমস্ত মানুষ শোকাহত । তাই তার স্মরণ সভার আয়োজন হয়েছিল দুর্গাপুরের সৃজনী প্রেক্ষাগৃহের ছোট হলে । সেখানে তার অনুরাগীরা সহ ভক্তরা তাঁর লেখা সুর সঙ্গীতা আয়োজনের গান পরিবেশন করেন । তার স্মৃতিচারণ করেন। একটা নিস্তব্ধতা বিরাজ করছিল কয়েক ঘন্টা ওই স্মরণ সভায় । তখনও মঞ্চের ফ্লেক্সে লাগানো তাঁর ছবিতে তাঁর মুখ জ্বলজ্বল করছিল । ছবিতে তিনি যেন বলছিলেন আমি হারিয়ে যাইনি আমি তোমাদের কন্ঠে রয়েছি গানে গানে। এই স্মরণ সভার আয়োজন করেছিলেন তাঁর ছায়া সঙ্গী সৌমিত্রজিৎ চট্টোপাধ্যায়। এবং এই অনুষ্ঠানটি করার জন্য সহযোগিতার হাত বাড়িয়েছিলেন বাচিক শিল্পী বরুন রায় সহ আরো অনেক বিশিষ্ট গুণী মানুষেরা । সংগীতশিল্পী থেকে বাচিক শিল্পী সহ বিভিন্ন সঙ্গীত জগতের মানুষ উপস্থিত ছিলেন এই স্মরণ সভায় আর উপস্থিত ছিলেন আরো এক সংগীতশিল্পী দুর্গাপুর পুর নিগমের মাননীয় চেয়ারপার্সন অনিন্দিতা মুখোপাধ্যায়। তিনিও স্মৃতিচারণা করেন। আজ তিনি নেই কিন্তু তিনি বেঁচে থাকবেন দুর্গাপুরে হাজার হাজার তার তৈরি করা সংগীত শিল্পীর কন্ঠে । মাস্টারমশাই তারাদের দেশে আপনি ভালো থাকুন আপনার আশীর্বাদ ঝরে পড়ুক আপনার সমস্ত ছাত্র-ছাত্রীদের মধ্যে আপনার গান ছড়িয়ে পড়ুক দেশের দিকে দিকে।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot