DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Saturday, April 12, 2025

হনুমান জয়ন্তী উপলক্ষে সারাদিন নানান অনুষ্ঠান ও কর্মসূচি শহর দুর্গাপুরে

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : দুর্গাপুর বিধান নগর মহকুমা হাসপাতালের গেটে বিধান নগরের ডাক বোম সেবা সমিতির পক্ষ থেকে হনুমান জয়ন্তী। হনুমান জয়ন্তী উপলক্ষে শনিবার সকালে প্রায় কয়েকশো মহিলা কলস যাত্রা করলেন। কলস যাত্রা শেষ হতেই পূজা অর্চনা ভজন সংকীর্তন শুরু হয়। বিধান নগর ডাক বোম সেবা সমিতির পক্ষ থেকে আগামীকাল হনুমান জয়ন্তী উপলক্ষে বিধান নগর মহকুমা হাসপাতাল ও ইএসআই হাসপাতালের রোগীদেরকে ফল বিতরণ করা হবে। এছাড়াও আগামীকাল সন্ধ্যা বেলায় কয়েক হাজার মানুষজনকে বিধান নগর ডাক বোম সেবা সমিতির পক্ষ থেকে হনুমান জয়ন্তী উপলক্ষে প্রসাদ বিতরণ করা হবে।হনুমান জয়ন্তীতে পথে নামল বিশ্ব সনাতনী ঐক্য মঞ্চের সদস্যদের সঙ্গে নিয়ে দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই। দুর্গাপুরের সিটি সেন্টারে বহু বেসরকারি বাসে হনুমান জয়ন্তী উপলক্ষে পতাকা বাঁধতে দেখা যায় তাদের।বিশ্ব সনাতনী ঐক্য মঞ্চের সদস্যদের সঙ্গে নিয়ে প্রায় ৫০ টি বাসে পবন পুত্র এবং শ্রী রামের ছবি দেওয়া গেরুয়া পতাকা লাগিয়ে দেন তাঁরা 

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot