DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Thursday, March 27, 2025

এলাকায় শিল্পায়ন চাই তাই নতুন বিদ্যুৎ ইউনিটের কাজে বাধার প্রতিবাদে সরব স্থানীয় গ্রামবাসীরা

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : কেন্দ্রীয় সংস্থা ডি ভিসির ডিটিপিএস কারখানা সম্প্রসারণ নিয়ে 37 নম্বর ওয়ার্ড এর এখন শহরের হট ইস্যু হয়ে দাঁড়িয়েছে। ডিটিপিএস এলাকায় জমি দখল করে রাখা বস্তিবাসী সহ একাংশ এলাকাবাসীর দাবি কারখানা সম্প্রসারণ এর সাথে পুনর্বাসন দিতে হবে অন্যথায় কারখানা গড়তে বাধা সৃষ্টি করছেন ফলে বহু তর্ক বিতর্ক রাজনৈতিক রং লেগেছে। এর পরবর্তীতে এলাকারই বিভিন্ন গ্রামবাসীরা কারখানা সম্প্রসারণ এর পক্ষ নিয়ে জোরালো আন্দোলন শুরু করেছে। তার প্রতিফলন দেখতে পাওয়া গেল বৃহস্পতিবার। ভিলেজ কোঅরডিনেশন কমিটি ডিটিপিএস ফাঁড়ি ঘেরাও করে এর প্রতিবাদ জানালো। তারা চান শিল্পায়ন হোক তাতে অর্থনৈতিক পরিকাঠামো বদলে যাবে এলাকায়, মানুষ কাজ পাবে, স্থানীয় বেশ কয়েকটি মার্কেটের ব্যবসা-বাণিজ্যের উন্নতি হবে মুখে হাসি ফুটবে সকলের। বহিরাগত কয়েকজন এসে এলাকায় ঝামেলা পাকানোর চেষ্টা করছে পুনর্বাসনের দাবিতে। যার ফলে কারখানা বন্ধ বা সম্প্রসারণ হওয়ার আশঙ্কা থেকে যাচ্ছে। এই এলাকায় ৮০০ মেগাওয়াটের নতুন ক্রিটিক্যাল বিদ্যুৎ ইউনিটের সিদ্ধান্ত নিয়েছে ডিভিসি। এই কারখানার ইউনিটগুলো বন্ধ হয়ে গেছিল দীর্ঘদিন ধরে আন্দোলন চলছিল ইউনিট খোলার দাবিতে। সেখানে আবারো নতুন ইউনিট খুলে কেন্দ্রীয় সংস্থা ডিভিসি শিল্পায়ন করতে চাইছে। কিন্তু কিছু মানুষ এখানে দখল করে রাখা জায়গায় অন্য রাজনীতি শুরু করেছে বলে অভিযোগ গ্রামবাসীদের । তাই এলাকার উন্নয়নের স্বার্থে বহিরাগতর গ্রেপ্তারির দাবি তুলে এলাকার ডিটিপিএস ফাঁড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখান বিভিন্ন গ্রামের বাসিন্দারা। তাদের মতামত কারখানা সম্প্রসারণ হলে মিলবে কাজ হলে আর্থিকভাবে সচ্ছল হবে শহর তথা এলাকাবাসী। কিন্তু কোন এক অজ্ঞাত কারণে হয়তো নিজের স্বার্থ চরিতার্থ করতেই কেউ কেউ নেতা সাজতে বিপরীত বিপ্লব গড়ে তুলছে বলে এলাকাবাসীর অভিযোগ। সকলেই কারখানা যথা দ্রুত সম্ভব সম্প্রসারণ করবার সমর্থন জানিয়ে ডেপুটেশন দেন ডিটিপিএস ফাঁড়িতে।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot