DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Sunday, August 31, 2025

দুর্গাপুরের 19 নম্বর জাতীয় সড়কে চলন্ত গাড়িতে আগুন লাগা নিয়ে চাঞ্চল্য

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : চলন্ত অবস্থাতেই দুর্গাপুরের 19 নম্বর জাতীয় সড়কে দাউ দাউ করে জ্বলে গেল চারচাকা গাড়ি। থমকে গেল ১৯ নম্বর জাতীয় সড়ক। ব্যাপক চাঞ্চল্য দুর্গাপুর থানার কাদারোড এলাকায়। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন ও দুর্গাপুর থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে, একটি চার চাকার গাড়ি দুর্গাপুর দিক থেকে আসানসোলের দিকে যাচ্ছিল। গাড়িটি সার্ভিসিং করানোর জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। তখনই সেই চার চাকার গাড়িটিতে অগ্নিসংযোগ ঘটে। আগুনের তীব্রতা এতটাই ছিল গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়। দমকল বাহিনীর বেশ কিছুক্ষণের প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আছে আগুন। এবং দুর্গাপুর থানার পুলিশ ও ট্রাফিক গার্ডের তৎপরতাই স্বাভাবিক হয় যান চলাচল। দমকলের আধিকারিক রাজীব ঘটক বলেন,"শর্ট সার্কিট থেকে অগ্নিসংযোগ করতে পারে। গাড়িটি সার্ভিসিং এর জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। হতাহতের কোন খবর নেই তবে গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা আগুন নিয়ন্ত্রণে এনেছি।"গাড়ির মালিক মুখ খুলতে চায়নি।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot